মন ফাগুনের ভক্তদের মাথায় হাত

 



মন ফাগুনের মন খারাপ। সত্যি বন্ধুরা এবার সত্যি সত্যি মন ফাগুনের মন খারাপ। এই তো আর মাত্র কিছুদিনের অপেক্ষা, এর পরই শেষ হয়ে যাচ্ছে বাংলা টেলিভিশনের  আরও একটি জনপ্রিয় ধারাবাহিক। সেই জায়গায় আসছে নতুন একটি ধারাবাহিক  স্টার জলসার আসছে মাধবীলতা ধারাবাহিকটির সম্প্রচারের দিন প্রকাশ হয়েছে, এর পরই মন ফাগুন  ভক্তদের মাথায় হাত পড়ে। কোন ভাবেই মেনে নিতে পারছে না।  


অনলাইনে কমেন্ট সেকশনে সবার এক আহাজারি কেন শেষ হতে হচ্ছে।  অন স্ক্রীনের রুশার পোস্টেও মন খারাপের ছাপ দেখা গেছে। তিনি লিখেছেন " খুব মিস করবো তোমাদের। 

 মন ফাগুন ধারাবাহিকটি ভক্তরা  শুরু থেকেই বেশ এনজয় করেছিলো। তাইতো সবার মন খারাপ, যদিও তারা আশা করেছিলেন ধারাবাহিকের হয়তো স্লট পরিবর্তন হবে, কিন্তু তা আর সত্যি হলো না। দর্শক ভেবেছে ধারাবাহিকটি আরো দীর্ঘ  হবে,মন যেন ভরছিলোই না।  দর্শকের টান টান আকর্ষণ রেখেই শেষ করতে হচ্ছে মন ফাগুন। 

ঋষি-পিহুর প্রেম যেন তরুণ প্রজন্মের কাছে টান টান আকর্ষণিয় জুটি  হয়ে গেছিল। দুজনকে একসঙ্গে না দেখলে তাদের একেবারেই ভাল লাগত না। এদিকে, সেই ধারাবাহিক নাকি শেষের পথে। ঋষির মৃত্যু,  পিহুর আবার তাকে রোমিও হিসেবে ফিরে পাওয়া সবমিলিয়ে ধারাবাহিক চললেও এবার শেষ ধাপে মন ফাগুন। 

মাঝে মধ্যেই ধারাবাহিকের প্লট এবং গল্পে বদল ঘটিয়েছিলেন নির্মাতারা। ঋষি পিহুর প্রেমের কাহিনীর মেয়াদ ওই মাত্র একবছরের মত। অভিনেতা শন যথেষ্টই ব্যস্ত নিজের কাজ নিয়ে। তবে জল্পনা শেষ। ‘মন ফাগুনে’র শেষ শুটিং ১৭ই আগস্ট। শেষ সম্প্রচার ২১ তারিখ। তারপরেই নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’ ঢুকছে সেই জায়গায়। আর ধারাবাহিকের সম্প্রচার শেষ হয়ে যাচ্ছে দেখেই, মন খারাপ প্রধান অভিনেত্রী সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন এই ধারাবাহিকের মাধ্যমে অনেক কিছুই তিনি নিয়ে যাচ্ছেন। অনেক কিছু শিখেছেন। মডেলিং থেকে অভিনয় – ‘মন ফাগুন’ দিয়েই এই জগতে পা রেখেছিলেন তিনি। 

আর এই সিরিয়ালের সকলের মধ্যেই যথেষ্ট ভাব ভালবাসা দেখা গেছে সবসময়। সবাই নিজের পরিবারের মতো থেকেছে, সহ অভিনেতাদের মধ্যে খুনসুটি কিংবা মনের মিল নজর কাড়ত সবসময়। কোন ত্রিকোন প্রেম ছিলো না, বেশ চুটিয়ে দেখছিলো ভক্তরা, পরিবারের মতো হয়ে গিয়েছিলেন সকলেই। এখন শুধুই নতুন উদ্যমে ফেরার পালা।সবাই ভাবছে দারুন কোন টুইস্ট দিয়ে শেষ হবে মন ফাগুন।  কিন্তু তা হচ্ছে না। সত্যিই শেষ হতে যাচ্ছে।  তো বন্ধুরা আপনার মতামত কি।  

Post a Comment

Previous Post Next Post